প্রশাসনে উপসচিব থেকে যুগ্ম সচিব পদে ১৯৬ কর্মকর্তার পদোন্নতির প্রজ্ঞাপন জারিঃ জনপ্রশাসন মন্ত্রণালয়

ঢাকা, ২২ ডিসেম্বর, ২০১৭ (বিডি ক্রাইম  নিউজ ২৪) : গভীর রাতে প্রশাসনের উপসচিব পদ থেকে ১৯৬ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার। পদোন্নতি প্রাপ্তদের মধ্যে ১৮৯ জনের নামের তালিকা প্রকাশ, বাকি ৬ কর্মকর্তার নামে পরে প্রজ্ঞাপন জারি করা হবে। এই কর্মকর্তারা বর্তমানে লিয়েন ও প্রেষণে আছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দা ফারহানা কাউনাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে একথা জানানো হয়। গভীর রাতে প্রজ্ঞাপন জারির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সুত্রে জানা যায়, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার রাতেই এটি স্বাক্ষর করেছেন। শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার রাতেই প্রজ্ঞাপন জারি করা হয়েছে ।

যুগ্ম সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে নিয়মিত ব্যাচের হিসেবে বিসিএস ১৩তম ব্যাচকে আমলে নিয়েছে সুপারিয়র সিলেকশন বোর্ড। এ ব্যাচে পদোন্নতির যোগ্য ১৬৫ কর্মকর্তার তথ্য যাচাই-বাছাই করে, এদের মধ্যে ১২০ জনকে পদোন্নতি দেয়া হয়, বাকি ৪৫ উপসচিবের যোগ্যতা থাকার পরও যুগ্ম সচিব পদে পদোন্নতির তালিকায় তাদের নাম নাই। আগে বিভিন্ন ব্যাচের যেসব কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত হয়েছেন তাদের মধ্যে ৪৮ উপসচিবকে এবার যুগ্ম সচিব করা হয়েছে। অন্যান্য ক্যাডার থেকে ২১ কর্মকর্তা যুগ্ম সচিব হয়েছে। ১১ ডিসেম্বর যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে ১৩২ কর্মকর্তাকে পদোন্নতি দেয় দিয়েছেন সরকার। এই সব কর্মকর্তাকে পদোন্নতি দিতে গিয়ে কমপক্ষে দু’শতাধিক কর্মকর্তাকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *