কোন ভিন গ্রহে সেই প্রাণের উপাদান মিলেছে, নাসার সরকারি ঘোষণার আগে তা স্পষ্ট জানা না গেলেও জ্যোতির্বিজ্ঞানীদের অনুমান ‘লিও’ নক্ষত্র মণ্ডলে থাকা ভিন গ্রহ ‘কে-টু-১৮বি’ ভিন গ্রহটিতেই এই উপাদান মিলতে পারে। এই ভিন গ্রহটি পৃথিবী থেকে ১১১ আলো‌কবর্ষ দূরে। তার মানে আলোর গতিতে ছুটলে ১১১ বছরে যতটা দূরে যাওয়া যায়, ততটা দূরত্বেই রয়েছে এই ভিন গ্রহটি। এই ভিন গ্রহটি পাক মারছে যে তারাটিকে, সেটি আসলে একটি লাল বামন নক্ষত্র ( রেড ডোয়ার্স স্টার)। ওই নক্ষত্রকে পাক মারছে আরও একটি ভিন গ্রহ। তার নাম— ‘কে-টু-১৮বি’। কিন্তু, এই ভিন গ্রহটি লাল বামন নক্ষত্রের এতই কাছে রয়েছে, যে তার প্রচণ্ড তাপে এই গ্রহে প্রাণের টিকে থাকা অসম্ভব। ফলে বিজ্ঞানীদের জোড়াল বিশ্বাস প্রাণ সৃষ্টির উপাদন জৈব অণুর হদিশ হয়তো মিলেছে, ‘কে-টু-১৮বি’ ভিন গ্রহে। পৃথিবীর মতো আরও একটি বাসযোগ্য গ্রহের হদিশ মিলেছিল ২০১৫ সালে। তার নাম কেপলার-৪৫২বি। এই ভিন গ্রহটি আকারে একেবারেই পৃথিবীর মতো। এবং এটি তার নক্ষত্র থেকে ‘গোল্ডিলক্স জোন’ দূরত্বে রয়েছে।