মাদারীপুরে করোনায় আক্রান্ত ১ হাজার ১১২ জন
মাদারীপুর জেলা প্রতিনিধি, আরিফুর রহমান, ২৩ জুলাই, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : মাদারীপুরে বৃহস্পতিবার নতুন আরো ১১ জনের শরীরে করোনাভাইরস শনাক্ত হয়েছে। জেলা মোট সনাক্ততের সংখ্যা হলো ১ হাজার ১১২ জন। এদের মধ্যে সদর উপজেলায় ৪৪২জন, রাজৈরে ৩১২জন, কালকিনি উপজেলায় ১৮৯ জন এবং শিবচর উপজেলায় একজন চিকিৎসকসহ ১৬৯ জন। মোট মৃত্যুবরণ করেছেন ১৭ জন।
মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ বৃহস্পতিবার বিকেলে জানান, গত ১৯ ও ২০ জুলাই সংগৃহীত নমুনার ১০৩ জনের ফলাফল আসে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে। এর মধ্যে ১১ জনের করোনাভাইরাস পজেটিভ এবং বাকীগুলোর নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। বৃহস্পতিবার জেলায় সুস্থ্য হয়েছেন ২০ জন। নতুন আক্রান্তের মধ্যে সদরে ১ জন, রাজৈরে ৭ জন ও কালকিনি উপজেলায় ৩ জন। জেলায় মোট সুস্থ্য হয়েছেন ৮১০ জন। চিকিৎসাধীন রয়েছে ৩০২ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেছেন ১৭ জন। জেলা থেকে এ পর্যন্ত ৭ হাজার ৩৭৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকাতে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেছে ৭ হাজার ২২৯ জনের। এর মধ্যে করোনা পজেটিভ ১ হাজার ১১২ জন। নতুন শনাক্ত ১১ জনকে আইসোলেশনে পাঠানোর প্রক্রিয়া চলছে।