সাতক্ষীরা পল্লীতে ইটের পাঁজা সীলগালা: মালিককে একলক্ষ টাকা জরিমানা
সাতক্ষীরা জেলা প্রতিনিধি, হেলাল উদ্দীন, ০৯ এপ্রিল, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে নিয়মনীতির তোয়াক্কা না করে লোকালয়ে কাঠপুঁড়িয়ে ইটের পাঁজা পরিচালনা করায় ভ্রাম্যমান আদালতে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। করোনা পরিস্থিতি মহামারী আকার ধারণ করায় এলাকার সচেতন নাগরিক হিসেবে সকল হুমকী ধামকী উপেক্ষা করে ইট পোঁড়ানোর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।
বৃহষ্পতিবার বেলা সাড়ে ১২টায় কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিফাত উদ্দিন ঘটনাস্থলে এসে অভিযোগের সত্যতা পান। তখন তিনি আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য ও শেখ আব্দুল গনির পুত্র শেখ সিরাজুল ইসলামকে না পেয়ে তার ম্যানেজার মুকুন্দমধুসুধনপুর গ্রামের আব্দুল বাকের মোড়লের ছেলে আনোয়ারুল ইসলামকে আটক করেন এবং তার মালিককে এক লাখ টাকা জরিমানা করেন । পরে সমুদয় জরিমানার টাকা পরশোধ করলে আটক আনোয়ারুলকে ছেড়ে দেওয়া হয়।