সাতক্ষীরার পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেলসহ দুজন গ্রেফতার
সাতক্ষীরা জেলা প্রতিনিধি, হেলাল উদ্দীন, ০৭ মে ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : সাতক্ষীরার পাটকেলঘাটায় চোরাই মটর সাইকেলসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল থানার তৈলকুপি গ্রামের রাজু হোসেনের পুত্র সবুজ হোসেন (২০), অপরজন যশোর জেলার কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের আবুল খানের পুত্র মোঃ রাসেল খান (২৪)।
পুলিশ সুত্রে জানা যায়, বুধবার (৭মে) বিশেষ অভিযান চালিয়ে এস আই জয় বালা ও তার সঙ্গীয় ফোর্সের সহয়তায় তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেলটি জব্দ করা হয়। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্য কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে।
মামলা নং -১, তাং-৫/৫/২০২০। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। আসামীদের জেল হাজতে প্রেরনের প্রস্তুতি চলছে। পরিশেষে তিনি জানান, মাদক, সন্ত্রাস, ছিনতাই ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে ।