শৈলকুপায় এক কৃষকের বেগুন ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা
ঝিনাইদহ প্রতিনিধি, জাহিদুর রহমান তারিক, ২৫ মার্চ ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ‘ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধুলিয়াপাড়া গ্রামের আব্দুল মালেক নামের এক কৃষকের ধরন্ত বেগুন ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে কোন এক সময়ে এ ঘটনা ঘটিয়েছে।
কৃষক আব্দুল মালেক জানান, ১০ কাঠা জমিতে ধার দেনা করে বেগুন চাষ করেছেন। এতে প্রায় ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে। গাছে প্রচুর বেগুন ধরছে। শুক্রবার রাতে তাদের গ্রামের দুর্বৃত্তরা ক্ষেতের প্রায় ৭’শ গাছ কেটে দিয়েছে। এখন তার মাথায় হাত। এ ক্ষেতের বেগুন বিক্রি করে তার প্রায় দেড় লাখ টাকা আয় হতো বলেন।
আরো জানান, গতকাল শনিবার শৈলকুপা থানা চত্তরে বসে তিনি দুর্বৃত্তদের শাস্তি দাবি করেন। শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, ওই চাষি কয়েকটি কাটা বেগুন গাছ নিয়ে থানায় আসে। তিনি সেখানে পুলিশ পাঠান। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।