রাজারহাটে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার উদ্ধোধন
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ১১ মে ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : রাজারহাটে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে বোরো ধান কাটার উদ্ধোধন করেছেন রংপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী।
সোমবার উপজেলার ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়নের গতিয়াশাম চায়নাবাজারে উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, কুড়িগ্রাম কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর উপ-পরিচালক ডঃ মোস্তাফিজুর রহমান প্রধান, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমান উদ্দিন মঞ্জু ও রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ যোবায়ের হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষক শামসুদ্দিন মিয়া, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মাসুদুর রহমান সরকার, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) ষষ্টি চন্দ্র রায়,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকলিমা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা কৃষিসম্প্রসারন কর্মকর্তা ফয়সাল আরাফাত প্রমূখ।
উল্লেখ্য ২৮লক্ষ ৫০হাজার টাকা মূল্যের এক-একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিনে সরকারীভাবে ১৪ লক্ষ টাকা ভর্তুকি দেয়া হয়েছে ।