রংপুরে রাস্তায় যানজট, শপিংমলে ভিড়, হুমকির মুখে নগরবাসী

রংপুর জেলা প্রতিনিধি, এ জি মুন্না, ১১ মে ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : রংপুরে অধিকাংশ মানুষই সামাজিক দূরত্ব মানছে না। প্রায় প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে কোন প্রকার সচেনতা ছাড়াই চলছে কেনা বেচা। অসচেতন নারী-পুরুষ স্বাভাবিক সময়ের মতোই বাজার সদাই করছেন। অনেকে আবার শিশু সন্তানকেও নিয়ে এসেছেন মার্কেটিং করতে। সেই সাথে অটো-রিক্সাসহ অন্যান্য যানবাহনের চলাচল বৃদ্ধিতে রংপুর নগরীর আবারো যানজটের নগরীতে পরিণত হয়েছে। অথচ রংপুর নগরী রয়েছে মারাত্মক করোনা ঝুঁকিতে।

রংপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, সোমবার সকাল পর্যন্ত নতুন ছয় জনসহ রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৩৪ জন। এর মধ্যে রংপুর নগরীতেই আক্রান্ত হয়েছে ১১০ জনের বেশি। আক্রান্তদের বেশিরভাগই চিকিৎসকের পরামর্শে বাড়িতে আছেন। আর ২৮ জনকে রংপুরে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জেলায় এখন পর্যন্ত ১০ জন সুস্থ হয়েছেন।
রংপুর নগরীতে বড় বড় শপিং কমপ্লেক্স রয়েছে প্রায় ৫০টি। এছাড়া ছোট বড় মিলিয়ে মহানগরীতে দোকান রয়েছে ৪০ হাজারের ওপর। গত দুুই দিনে এসব ব্যবসা প্রতিষ্টানে ক্রেতাদের ভিড় লক্ষ করা যায়।
সচেতন নগরবাসী মনে করছেন, রংপুর নগরীতে করোনা আক্রান্তের সংখ্যা অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে জনগণের সচেনতার অভাব। সামাজিক দূরত্ব না মানায় শহরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে  করোনা শনাক্তের সংখ্যা। কেনাকাটা করতে মানুষ যে হারে বাজারে আসছে তা সত্যিই বিপদজ্জনক।
রংপুর জেলা প্রশাসক অসিব আহসান বলেন, জেলা প্রশাসনের একাধিক মনিটরিং টিম ব্যবসায়ীদের পর্যবেক্ষণ করছেন। সরকারের বিধি নিষেধ মেনে ব্যবসা না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
জেলা সিভিল সার্জন ডা, হিরন্ব কুমার রায় বলেন, রংপুর শহর মারাত্মক করোনা ঝুঁকিতে রয়েছে। সামাজিক দূরুত্বসহ অন্যান্য নিয়ম কানুন মেনে না চললে করোনা আক্রান্তের সংখ্যা আরো কয়েকগুণ বেড়ে যাবে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন। এজন্য তিনি সকলকে সচেতন হওয়ার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *