রাজারহাটে চেক জালিয়াতির অভিযোগে ওকিল নোটিশ
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ১৩ ফেব্রুয়ারী, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের মানাবাড়ী মৌজার মৃত আকবর আলী পুত্র মোঃ আব্দুল মমিনের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগে ওকিল নোটিশ পাঠিয়েছেন। উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের সর্দারপাড়ার হাবিবা বেগম।
ওকিল নোটিশ সুত্রে জানা যায় মোঃআব্দুল মমিন ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুইরেন্স কোম্পানির রাজারহাট শাখার বি,সি এন্ড ইনচার্জ হওয়ার সুবাদে হাবিবা বেগম কে গ্রাহক হিসেবে বীমা পলিসিতে অর্ন্তভুক্তি করান এবং সেই সাথে হাবিবা বেগমের সহায়তায় আরও বেশ কিছু সদস্য অন্তর্ভুক্ত করান। গত ১০/১২/২০১৯ ইং মেয়াদি পলিসি করার প্রতিশ্রুতি দিয়ে সর্বমোট ১০,০০০০০/দশ লক্ষ টাকা হাতিয়ে নেন।
কিন্তু মেয়াদি বীমার ভুক্তভোগী হাবিবা সহ অন্যান্য সদস্যদের কোন প্রকার পাশ বহি কিংবা অন্য কোন প্রকার টাকা গ্রহণের রশিদ প্রদান করে নাই। এরপর ভুক্তভোগীরা পাশ বই বা রশিদের জন্য চাপ দিলে তিনি নানাভাবে টালবাহানা করতে থাকেন। এমনবস্থায় গত ১৩/১২/২০২০ ইং হাবিবা বেগম সহ অন্যান্য ভুক্তভোগীরা আব্দুল মোমিনের বাড়িতে আসলে তিনি ভুক্তভোগীদের গ্রহীত অর্থ ফিরত প্রদানের নিমিত্তে ডাচ বাংলা ব্যাংকের একটি চেক যার হিসেব নং ২৬২১৫১০১৭৭০০২ রাজারহাট শাখা প্রদান করে দুই সপ্তাহ পর দশ লক্ষ টাকা উত্তলনের কথা বলেন।
ভুক্তভোগী গত ২৯/১২/২০২০ ইং তারিখে চেক খানার সঞ্চয়ী হিসেব নং ০২০০০০৭৩৪২৪১৮ অগ্রণী ব্যাংক লিঃ নাজিমখান শাখায় টাকা উত্তলনের জন্য গেলে ব্যাংক কর্তৃপক্ষ পর্যাপ্ত টাকা নাই বলে জানান। এরই প্রেক্ষিতে অগ্রণী ব্যাংক লিঃ নাজিম খান শাখা কর্তৃপক্ষ গত ২০/০১/২০২১ ইং চেক টি ডিস অনার ঘোষণা করেন। ভুক্তভোগী হাবিবা বেগম কুড়িগ্রাম জজ কোর্টের আইনজীবী কামরুজ্জামান মুন্সীর মাধ্যমে গত ০৮/০২/২০২১ ইং আব্দুল মমিনের বিরুদ্ধে ১৮৮১ act ১৩৮ ধারা মোতাবেক Negotiable Instrument শাস্তিযোগ্য অপরাধ করায় আইনি ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ওকিল নোটিশ প্রেরণ করেন।