রাজারহাটে উৎসবমুখর আমেজে পালিত হচ্ছে শারদীয় দূর্গা পুজা
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ১৩ অক্টোবর, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সাত ইউনিয়নে উৎসবমুখর আমেজে পালিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ শারদীয় দূর্গা পুজা। শিষ্টের চারণ দুষ্টের দমন করতে মা দূর্গার আগমন। শরতকালে এই পূজা শ্রী রাম অকাল বধনে দুষ্টের দমনে শক্তি অর্জনে মা দূর্গার আগমনের জন্য প্রার্থনা করেন। আজ থেকে দুই হাজার বছর আগে ত্রিতার্থযুগে শ্রী রাম দূর্গা পুজা শুরু করেন। তখন থেকে হিন্দু ধর্মাবলম্বীরা অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে এই পুজা অর্চনা করে আসছেন।
গত ৬ই অক্টোবর মহালয়ায় দূর্গা পুজা শুরু হয়ে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী তে হিন্দু ধর্মাবলম্বীর সকল বয়সীর নারী-পুরুষ তারা দূর্গা মায়ের কাছে আরাধনা করে মনবাসনা পূরনের জন্য প্রার্থনা করেন। দশমীতে মা দুর্গা কে বিসর্জন দিয়ে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের পূজা শেষ করবেন। উপজেলা প্রশাসনের কঠোর তৎপরতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর আমেজে উপজেলার ১২৮টি পূজা মন্ডবে পালিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ শারদীয় দূর্গা উৎসব।