যশোরে পাওয়ার টিলারে সিডার মেশিন লাইন পদ্ধতিতে ফসল চাষে কৃষকদের সাফল্য
যশোর, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : যশোর জেলায় পাওয়ার টিলার চালিত সিডার মেশিন লাইন পদ্ধতিতে ফসল চাষে সাফল্য পেয়েছে কৃষকরা। কৃষির প্রতিটি ক্ষেত্রে টেকসই ও সময়োপযোগী আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে ইউএসএআইডি এর অর্থায়নে ভূট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট) কর্তৃক সিসা-এমআই প্রকল্পের মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ পদ্ধতি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।
কৃষকরা বলেন, তাদের জমি সিডার মেশিন দ্বারা এক চাষের মাধ্যমে সরিষা ও গম বপণ করায় খরচ কম হয়েছে এবং সময়ও কম লেগেছে। এছাড়া লাইন পদ্ধতিতে ধান, গম ও সরিষার উৎপাদন ভালো দেখে তারা খুশি এবং আগামীতে এ মেশিন দিয়ে বিভিন্ন ফসলের চাষ বাড়াবেন বলে জানান। সকল ধরনের ফসল লাইন পদ্ধতিতে চাষ করা লাভজনক।
সিডার মেশিনের মাধ্যমে বিভিন্ন ফসল বপণ করতে প্রতি ৩৩ শতকে খরচ হয় ২৫০ – ৩০০ টাকা যেখানে প্রচলিত পদ্ধতিতে ৩ টি চাষসহ খরচ হয় ৯০০ – ১০০০ টাকা। এ পদ্ধতিতে ধান, গম, ভূট্টা, ডাল ও তেল জাতীয় শস্য এবং পাট চাষ সহজলভ্যে করা যায়। এছাড়া ফলনও ১৫ – ২০ % বৃদ্ধি পায়।