মাদারীপুর ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পুলিশের বাধায় পন্ড; সভাপতি আটক
মাদারীপুর প্রতিনিধি, আরিফুর রহমান, ০৩ জানুয়ারী, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মাদারীপুরের কালকিনি উপজেলা ছাত্রদলের উদ্যোগে রোববার সকালে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি বের করলে ছত্রভঙ্গ করে দিয়েছে কালকিনি থানা পুলিশ। এ সময় কালকিনি উপজেলা ছাত্রদলের সভাপতি অহিদুজ্জামান আব্দুল হাইকে আটক করেছে থানা পুলিশ।
জানা গেছে, রোববার সকাল ১০ টার দিকে কালকিনি উপজেলা ছাত্রদলের সভাপতি অহিদুজ্জামান আব্দুল হাই ও সাধারণ সম্পাদক সিকদার মো. মামুনের নেতৃত্বে উপজেলা দলীয় অফিসের সামনে থেকে একটি র্যালি বের করে উপজেলা সড়ক প্রদক্ষিণ সময় পুলিশের বাধায় র্যালিটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশের সাথে ছাত্রদলের নেতা কর্মীদের ধস্তা-ধস্তি হয়। পুলিশ ব্যানার ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলা ছাত্রদল সভাপতি অহিদুজ্জামান আব্দুল হাইকে গ্রেফতার করে।
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধ বলেন, পুলিশের কাছ থেকে কোন অনুমতি না নিয়ে তারা প্রোগ্রাম করতেছিল। তাছাড়া সরকারি কাজে বাধা প্রদান করায় আমরা তাকে আটক করি। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।