বাহরাইনে করোনায় নোয়াখালীর প্রবাসীর মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি, লূংফুল হায়দার চৌধুরী, ১০ জুন, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : বাহরাইনে করোনায় আক্রান্ত হয়ে মো.ইসমাইল হোসেন (৩৮) নামের এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। সে নোয়াখালীর সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া সর্দারপাড়া গ্রামের দিঘীলি বাড়ির তবারক আলীর ছেলে।
বৃহস্পতিবার (১০জুন) দুপুর ১২টার দিকে নিহতের চাচা মো.ইউসুফ বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, গত (৮জুন) মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টায় বাহরাইনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ২০ দিন ধরে তার ভাতিজা করোনায় আক্রান্ত হয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাতে করোনায় মৃত্যুবরণ করে সে। বুধবার সকালে বাহরাইন থেকে তাদেরকে বিষয়টি অবগত করা হয়।
ইউসুফ বলেন, গত ১৭ বছর আগে ইসমাইল বাহারাইনে পাড়ি জমান। সেখানে ড্রাইভার হিসেবে কাজ করত। তিন ভাই ও এক বোনের মধ্যে সে সবার বড় ছিল। তার মৃত্যুর খবর বুধবার সকালে সেনবাগের গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্যদের মাঝে শুরু হয় শোকের মাতম।