বাণিজ্য মেলায় হাজীর বিরিয়ানি, দিল্লী শরমা ও বিরিয়ানি হাউজ, আবুল হোটেল এন্ড রেস্টুরেন্ট ও গ্রীন ল্যান্ড হাউজ এবং লেক ভিউ রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানাঃ ডিএমপির নির্বাহী ম্যাজিট্রেট মো. মশিউর রহমান
ঢাকা (স্টাফ রিপোর্টার), আরিফ পাটওয়ারী, ৬ জানুয়ারি, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শনিবার দুপুর ৩টা থেকে ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করে হাজীর বিরিয়ানিসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেন ঢাকা মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেছেন ডিএমপির নির্বাহী ম্যাজিট্রেট মো. মশিউর রহমান। বাসি-পচা খাবার ও মূল্য তালিকা না থাকায় এই জরিমানা করা হয়। অন্য প্রতিষ্ঠানগুলো হলো- দিল্লী শরমা ও বিরিয়ানি হাউজ, আবুল হোটেল এন্ড রেস্টুরেন্ট ও গ্রীন ল্যান্ড হাউজ ও লেক ভিউ রেস্টুরেন্ট। এই বিষয়ে নির্বাহী ম্যাজিট্রেট মশিউর রহমান বলেন, বাসি-পচা খাবার ও মূল্য তালিকা না থাকায় হাজির বিরিয়ানিসহ ৪ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। খবর নিয়ে জানা যায়ে, ঢাকার অরজিনাল হাজীর বিরিয়ানি এবার বাণিজ্য মেলায় আসে নাই, মূলতঃ ভুয়া হাজীর বিরিয়ানি অবৈধ ভাবে মেলায় হোটেল পেতে বসেছে ।