ফরিদগঞ্জে ৫পরিবারে মাঝে সরকারে সেরা উপহার বিতরন
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি, কামরুজ্জামান, ২৬ এপ্রিল, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : জেলার ফরিদগঞ্জ উপজেলার ৫টি পরিবার পেলো মাথা গোঁজার ঠাই। আসন্ন ঈদে এর চেয়ে আর ভালো কোন উপহার হতে পারে না। আশ্রয়হীন, ভূমিহীনদের জন্য জায়গাসমেত গৃহের ব্যবস্থা সত্যিই অকল্পনীয়।
গতকাল মঙ্গলবার সকালে দেশব্যাপী ৩২ হাজার ৯০৪ টি ভূমিহীন পরিবারের মাঝে জায়গাসহ ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনা। একই সময়ে সারা দেশের ন্যায় ফরিদগঞ্জ উপজেলার ৫টি পরিবারের সুবিধা ভোগিদের হাতে ঘর ও জমির প্রয়াজনীয় দলিলপত্র তুলেদেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমুন্নেছা।
উপজেলার ১৬নং ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকায় ৩টি ও ৭নং পাইকপাড়া ইউনিয়নের কামালপুর এলাকায় ২টি পরিবারের বসবাসের ব্যবস্থা করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান বলেন, আরো ৩১টি ঘর ভূমিহীনদের মাঝে বিতরনের জন্য জায়গা কিনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে তাঁরই কন্য প্রধানমন্ত্রি শেখ হাসিনার হাত দিয়ে। এ দেশে কোন লোক গৃহহীন থাকবেনা।
ঘর বিতরন কালে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও ফরিদগঞ্জ পৌর মেয়র, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদউল্যা তপাদার, মুক্তিযোদ্ধা, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, উপজেলার সকল বিভাগের কর্মকর্তা, গনমাধ্যম কর্মী, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিসহ সকল ধর্মের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিল।