বাংলাদেশ পুলিশের গৃহ নির্মাণ প্রকল্প পরিদর্শন : অতিঃ আইজিপি ড. মঈনুর

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০৬ নভেম্বর, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের প্রতিটি থানায় হতদরিদ্র একটি পরিবারকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে গৃহ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রামে পৌরসভাধিন বৈদ্দেরখিল গ্রামে অসহায় মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী শরিফা বেগমের জন্য নির্মানাধিন প্রথম ঘর পরিদর্শন করেন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও পরিদর্শন) ড. মঈনুর রহমান চৌধুরী বিপিএম (বার)।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহম্মেদ পিপিএম (বার), চৌদ্দগ্রাম সার্কেল এএসপি জাহিদুল ইসলাম, চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মীরু, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা, পুলিশ পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা, মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান, কনকাপৈত পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম শাহিন, মিজানুর রহমান, স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *