ফরিদগঞ্জে আ’লীগ এবং বিএনপি প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
ফরিদগঞ্জ প্রতিনিধি, কামরুজ্জামান, ২৮ জানুয়ারি, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ফরিদগঞ্জে আওয়ামীলীগ কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টায় বিএনপির প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
অভিযোগে তিনি বলেন, ‘গত বুধবার রাতের আঁধারে বিএনপি জামাতের এজেন্ডা বাস্তবায়ন কারীরা বিভিন্ন স্থানে আমার নৌকা প্রতীকের পোস্টার এবং ব্যানার ছিড়ে ফেলে যা অত্যান্ত ঘৃনিত এবং নিন্দনীয় কাজ। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার বলেন, ‘সরকার বরাবরই শান্তিপূর্ণ নির্বাচনে বিশ্বাসী। আমরাও সরকারের এজেন্ডা বাস্তবায়নে বদ্ধ পরিকর।’ এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. জাহিদুল ইসলাম রোমান।
তিনি বলেন, ‘বর্তমান সরকার জনবান্ধব সরকার। বিগত নির্বাচন গুলোতে কোন কোন এলাকায় বিএনপিসহ বিদ্রোহী প্রার্থীর বিজয় প্রমাণ করে যে সরকার বা সরকারী দল নির্বাচনে কোন ধরণের প্রভাব বিস্তার করে না। এক্ষেত্রে ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনেও ব্যতিক্রম কিছু হবে না। যারা ব্যানার, পোস্টার ছিড়ে অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’ এসময় আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদুল্লাহ তপাদার।
অন্যদিকে বিকাল সাড়ে তিনটায় বিএনপি প্রার্থী ইমাম হোসেন তাঁর ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডস্থ ব্যক্তিগত কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ফরিদগঞ্জ পৌরসভা বিএনপির ভোটের দুর্গ। যা ভেদ করা অনেকের পক্ষেই কষ্টসাধ্য। ফরিদগঞ্জ পৌরবাসী সকল প্রকার দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। গত ২৭ জানুয়ারি মঙ্গলবার প্রতীক বরাদ্ধের পর থেকে আওয়ামীলীগ প্রার্থীর মদদপুষ্ট ১০ থেকে ১৫ জন যুবক আমাদের নেতা-কর্মীদের বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে হুমকি-ধমকি এবং আমাদের ধানের শীষ প্রতীকের ব্যানার ও পোস্টার ছিড়ে ফেলে।’
প্রার্থী আরো জানান, ‘উল্লেখিত যুবকেরা আমার মেঝ ভাই আবব্দুর রাজ্জাক রাজাকে শারিরিক ভাবে লাঞ্চিত করে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে নির্বাচন উপহার দেয়ার জন্য বিনীত অনুরোধ জানাই।’
এসময় প্রার্থীর বড় ভাই সাবেক মেয়র মঞ্জিল হোসেন বলেন, ‘ আগামী ১৪ ফেব্রুয়ারীর পর আমরা সকলেই আবার এক কাতারে সামিল হবো। বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী আমাদের আপনজন। ওনাকে আমরা সম্মান করি। যারা এ ঘৃণ্য কাজের সাথে জড়িত তারা সম্ভবত নৌকা মার্কার প্রার্থীর সম্মান ক্ষুন্ন করার জন্য পোস্টার, ব্যানার ছিড়ে বা আমাদের কর্মীদের হুমকি-ধমকি দিচ্ছে।’
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম নান্টু, সদস্য সচিব আব্দুল মতিন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।