চৌদ্দগ্রামে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে: নিখিল

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান, ০২ জানুয়ারী, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খান নিখিল বলেছেন, একজন সৎ জনপ্রতিনিধির হাতে দায়িত্ব থাকলে সেই এলাকাটি নিরাপদ থাকে। সৎ নেতার হাতে নেতৃত্ব থাকলে দল সুসংগঠিত থাকে। সাবেক রেলমন্ত্রী মুজিবুল মুজিব এমপির মতো একজন সৎ ব্যক্তির হাতে নেতৃত্ব ও দায়িত্ব রয়েছে বলেই চৌদ্দগ্রাম উপজেলা নিরাপদ এবং সুসংগঠিত রয়েছে। আজকের পথসভা তাই প্রমাণ করে।

তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা মুজিবুল হক এমপির মতো একজন সৎ মানুষকে মনোনয়ন দিয়েছেন। ঠিক তেমনি পৌর নির্বাচনেও একজন সৎ মানুষকে মনোনয়ন দিয়েছেন। মেয়র প্রার্থী জিএম মীর হোসেন মিরু একজন দক্ষ সংগঠক ও সুবক্তা। ছাত্র রাজনীতি থেকে আজকের এ অবস্থানে এসেছেন তিনি। আগামী ৩০ তারিখ নৌকা মার্কায় ভোট দিয়ে সৎ মানুষকে নির্বাচিত করতে হবে। ঐক্যের কোন বিকল্প নেই, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগুন সন্ত্রাসের মার্কা ধানের শীষকে প্রতিহত করে উন্নয়নের প্রতীক নৌকা মার্কার প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে হবে।

তিনি শনিবার দুপুরে চৌদ্দগ্রাম বাজারস্থ মুজিবুল হক এমপির কার্যালয় প্রাঙ্গণে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খান নিখিল এর চট্টগ্রাম বিভাগে সাংগঠনিক সফর উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের উদ্যোগে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদারের সভাপতিত্বে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগ নেতা শাহাদাৎ হোসেন তসলিম, এডভোকেট মুক্তা আক্তার, আওলাদ সৈকত, চৌদ্দগ্রাম পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জিএম মীর হোসেন মিরু, কুমিল্লা জেলা কৃষক লীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, জেলা পরিষদের সদস্য ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, সহ-দফতর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জানে আলম ভূঁইয়া, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এএসএম শাহীন মজুমদার প্রমুখ। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা, উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *