পাদপদ্ম

কবিতা, ০১ এপ্রিল ২০১৮ (বিডি ক্রাইম  নিউজ ২৪) :

……..ফাইয়াজ ইসলাম ফাহিম
.
আলতো চুম্বনে তোমার পাদপদ্ম কে আদর করতে চাই হে চাঁদকন্যা
ভালবাসার লালা দিয়ে তোমার পাদপদ্ম সুরক্ষিত করতে চাই,
তোমার পাদপদ্ম সজীব রাখতে চাই হে তিলোত্তমা।
.
এসো পাদপদ্ম বাড়িয়ে দাও একটু ছুঁয়ে দেই
ভালবাসার লালা দিয়ে তোমার পাদপদ্ম সজীব করি তুলি,
তোমার পাদপদ্মের শত্রু হয় না যেনো দদ্রু
তাই লালা দিয়ে করতে চাই আব্রু।
.
এসো তিলোত্তমা পাদপদ্ম বাড়িয়ে দাও
একটি চুম্বন দেই,পাদপদ্মের সকল ব্যামোর
অবসান করে দেই।
.
লাজ করো নাকো তিলোত্তমা  পাদপদ্ম বাড়িয়ে দাও
আমি তোমার পাদপদ্ম কে আরো সুশ্রী করে দিতে চাই,
চুম্বনে চুম্বনে তোমার পাদপদ্মের ত্বক কে
রোমাঞ্চকর করে দিতে চাই।
.
ত্রিদিবে এমন সুখ পাবে নাকো হে তিলোত্তমা
এসো জলদি এসো পাদপদ্ম বাড়িয়ে দাও,
চুম্বনে চুম্বনে তোমায় মাতোয়ারা করি
ভালবাসা মিষ্টি চুম্বনে তোমার মনে আনন্দ ভরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *