নোয়াখালী ডিসির সাংবাদিক সম্মেলন
**প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন ২৩ জানুয়ারী**
নোয়াখালী প্রতিনিধি, লূৎফুল হায়দার চৌধূরী, ২১ জানুয়ারি, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে নোয়াখালীতে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রেসব্রিফিংয়ে আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর উদ্বোধন বিষয়ে জেলা প্রশাসক খোরশেদ আলম খান বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক জানান, আগামী ২৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী ১ম ধাপে নোয়াখালীর নয় উপজেলার ভূমিহীনদের জন্য বরাদ্ধকৃত ৮৫৫টি ঘরের মধ্যে সম্পন্ন হওয়া ১৫০টি ঘর উপকারভোগী পরিবারের অনুকূলে হস্তান্তর করবেন। বাকী ৭০৫টি ঘর জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চের আগে সম্পন্ন করে গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আবু ইউসুফ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।