মাদারীপুর পুলিশ সুপারের সাথে প্রবাসী ক্লাবের সদস্যদের মত বিনিময়

মাদারীপুর প্রতিনিধি, আরিফুর রহমান, ১৬ জানুয়ারি ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : মাদারীপুরে (১৬ জানুয়ারী) বৃহস্পতিবার দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের সাথে প্রবাসী ভিআইপি ক্লাবের সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান প্রবাসী ভিআইপি ক্লাবের সদস্যরা।

পুলিশ সুপার মোহাম্মদ হাসান বলেন, প্রবাসীদের নিয়ে সরকার কাজ করছে। বর্তমান সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন শৃঙ্খলা বাহিনী খুবই তৎপর রয়েছে। স্বদেশ ও প্রবাসে যেকোন সমস্যা হইলে আমাদেরকে জানাবেন। এছাড়াও তিনি বলেন, দেশে বসবাসরত আপনাদের কেহ যাতে মাদক সেবন না করতে পারে সে বিষয়ে খেয়াল রাখবেন।

প্রবাসী ভিআইপি ক্লাবের সদস্য ও মৈত্রী মিডিয়া সেন্টারের আজীবন সদস্য স্পেন প্রবাসী শফিক খান বলেন, ‘আমরা আছি সারা বিশ্বজুড়ে’। বিশ্বের ৪৯ টি দেশে প্রবাসী ভিআইপি ক্লাবের সদস্য রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা, পাসপোর্ট ভেরিফিকেশনের সুবিধা, ব্যাংকিংয়ে প্রবাসীদের জন্য দ্রুত সেবাসহ বিভিন্ন সহযোগিতার কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে প্রবাসী ভিআইপি ক্লাবের সদস্য বিকাশ কর্মকার (স্পেন), আহসান হাবিব ( ইতালী), শামীম কাজী (ইতালী), নিজাম খান (পর্তুগাল), মামুন খান (পর্তুগাল), আসাদ ভুইয়া শান্ত (গ্রীস), নয়ন তালুকদার (গ্রীস), প্রবাসী মানব কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক কামাল খান (সৌদি আরব), মিরাজ খান (মালয়েশিয়া), মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এস.এম. আরাফাত হাসান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমদাদুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরিফুর রহমান, সদস্য এস.এম. আজাহার উপস্থিত ছিলেন।

মত বিনিময় সভা শেষে প্রবাসী ভিআইপি ক্লাবের পক্ষে শফিক খানকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন পুলিশ সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *