নোয়াখালীতে সন্ত্রাসী হামলার মামলার প্রধান আসামি গ্রেফতার
নোয়াখালী প্রতিনিধি, লূংফুল হায়দার চৌধুরী, ০১ মে, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচরে মৎস্য প্রজেক্টে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে সন্ত্রাসীদের হামলা, জখম, ভাঙচুর, লুটসহ সাড়ে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ মে) দুপুরে আটক আসামিকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আটককৃত কামাল উদ্দিন (৪৭) নোয়াখালী জেলার সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের মৃত মো. আবদুল গফুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল একাধিক অপরাধ মামলার আসামি কামাল উদ্দিনের (৪৭) নেতৃত্বে ফিরোজ, মাকসুদুর রহমান, শাকিল, সোলায়মান, মিজান, মিলাদ, নূরনবী, আরাফাত, আব্বাস, রেদওয়ানসহ ১০-১২ জন অজ্ঞাত সন্ত্রাসীরা মো. আবু জাফর প্রিন্সের মৎস্য প্রজেক্টে দা, লোহার রড, লাঠিসোটা, নিয়ে হামলা চালায়।
এ সময় সন্ত্রাসীদের হাতে মো. জামাল (২৩), কামরুল আলম তুহিন (১৯), শামীম ওরফে দেলোয়ার হোসেন, আবুল কালাম, আনোয়ার হোসেন, মো. জহির, মো. আবুল কাশেম, শাহজাহান, ওহাব মিয়া, আবদুল মান্নান সহ ১১ জন মারাত্বক জখম হয়। ঘটনা চলাকালে কামাল বাহিনী ও তার ভয়ঙ্কর অনুসারীরা স্টাফ জামালকে মাথায় তাদের হাতে থাকা রড দিয়ে আঘাত করে।
অন্যরা হিসাবরক্ষক তুহিনের ক্যাশ থেকে নগদ ২ লাখ টাকা সহ ২টি মোবাইল ছিনিয়ে নিয়ে যায় ও ভেকু মেশিন এবং ঘর ভাঙচুর করে ৬ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে চলে যায়। পরে থানা পুলিশকে খবর দিয়ে জখমিদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে প্রজেক্ট মালিক বাদী হয়ে সুধারাম মডেল থানায় ১১ জন সহ আরো অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে অপরাধ মামলা করে। সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।
সাহেদ উদ্দিন বলেন, আটক আসামির বিরুদ্ধে এ ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও আসামি কামাল উদ্দিনের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।