নোয়াখালীতে করোনায় দুই জনের মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি, লুৎফুল হায়দার চৌধুরী, ০৭ জুন, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দুই জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন মাইজদী প্রধান ডাকঘরের পোষ্টাল অপারেটর মো. আবু সায়েম (৪৫), তিনি সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের বাসিন্দা। অন্যজন হলেন, সেনবাগের চাঁদপুর গ্রামের বাসিন্দা হাফেজ আবদুল কাদের জিলানী (২৬)। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৫ জন।
রোববার (৬জুন) বিকেলে নোয়াখালী ডাক বিভাগের ডেপুটি পোষ্ট মাষ্টার জেনারেল (ডিপিএমজি) মাঈনুল ইসলাম খশনবিশ বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, আবু সায়েম করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সন্ধ্যায় তিনি মৃত্যু বরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের মোহাম্মদ জয়নাল আবদীনের ছেলে হাফেজ আবদুল কাদির জিলানী (২৬) করোনায় আক্রান্ত হয়ে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা সাতটার দিকে মারা যায। আজ রোববার গ্রামের বাড়িতে স্বাস্থ্য বিধি মেনে তাঁর মরদেহ দাফন করা হয়।
গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি, লুৎফুল হায়দার চৌধুরী, ০৭ জুন, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়াতে বজ্রপাতের শিকার হয়ে আবদুল মান্নান খোকন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (৬জুন) বিকেল ৪টার দিকে উপজেলার ৮নং সোনাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজচড়া গ্রামে তার মৃত্যু হয়। খোকন ওই এলকার মোল্লা বাড়ীর মৃত মৌলভী সৈয়দ আহমদের ছেলে। তিনি পাঁচ সন্তানের জনক ছিলেন।
স্থানীয়রা জানায়, বিকেলের দিকে কৃষক খোকন তার বাড়ির উত্তর পাশের একটি খেতে গরু আনতে যায়। ওই সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই খোকনের মৃত্যু হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।