নোয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত
উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম (পিপিএম)। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজিমুল হায়দার, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীনসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ ট্রেইনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) এস এম রোকন উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন শাহিন, নোয়াখালী পৌর সভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মিলন, কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ প্রফেসর কাজী মুহাম্মদ রফিক উল্লাহ্, সাধারণ সম্পাদক মিয়া মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক আবু নাছের মঞ্জু প্রমুখ।