নোয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ২৯ অক্টোবর, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ‘শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ দিবসটি উপলক্ষে শনিবার ২৯ অক্টোবর সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে এর শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম (পিপিএম)। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজিমুল হায়দার, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীনসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এরপর শিল্পকলা একাডেমির মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা কর্মদক্ষতার ভিত্তিতে এলাকার আইনশৃঙ্খলা এবং অপরাধ দমনে সকলকে কাজ করার আহ্বান জানান। এছাড়াও বক্তাগণ শহরে-গ্রামে, পাড়ায়-মহল্লায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর দলের বিরুদ্ধে কমিউনিটি পুলিশিং সদস্যদেরকে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ ট্রেইনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) এস এম রোকন উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন শাহিন, নোয়াখালী পৌর সভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মিলন, কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ প্রফেসর কাজী মুহাম্মদ রফিক উল্লাহ্, সাধারণ সম্পাদক মিয়া মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক আবু নাছের মঞ্জু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *