নরসিংদীর মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
নরসিংদী প্রতিনিধি, কে.এইচ.নজরুল ইসলাম, ২২ ফেব্রুয়ারি ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : মহান-গৌরব ঐতিহ্যের আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে একুশের প্রথম প্রহরে নরসিংদীর মনোহরদী ডিগ্রী কলেজ শহীদ মিনারে রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, প্রশাসনিক ও সামাজিক সংগঠনগুলো সহ সর্বস্তরের মানুষ সন্ধ্যা থেকেই একে একে হাতে হাতে ফুল নিয়ে ভিড় করে উপজেলার শহীদ মিনার চত্বরে।
পরে রাত ১২টা ১ মিনিটে একে একে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। নরসিংদী ৪ এমপি নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন করেন।
এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন,মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ শহিদ উল্লাহ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আস-সাদিক জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুদ্দিন ভূইয়া, টিএস শফিকুল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মু.ফজলুল হক, সা:সম্পাদক বাবু পীয়াসিশ রায়,মনোহরদী প্রেসক্লাব, উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারন সম্পাদক মামুনুর ইসলাম নাঈম প্রমুখ।
এ সময় ফুল দিয়ে আরো শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ।