নরসিংদীর বেলাবতে ইউএনও`র হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ
নরসিংদী প্রতিনিধি, কে.এইচ.নজরুল ইসলাম, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নরসিংদীর বেলাব উপজেলা নির্বাহী অফিসার শামীমা শারমিনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল চরকাশিমনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী রূপাললী (১৫)। ভূয়া কাজী আটক, বাল্য বিবাহে সহায়তা করার অপরাধে আটককৃত ভূয়া কাজীকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান। এমন ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চরকাশিম নগর গ্রামে।
জানা যায়, ঘটনার দিন পরিবারিক ভাবে রূপালী আক্তারের সাথে পাশ্ববর্তী বীরকান্দা গ্রামের মোঃ ইসমাইল হোসেনের পুত্র খোর্শেদ মিয়ার বিয়ের আয়োজন চলছিল। সংবাদ পেয়ে ঘটনার রাত পৌনে দশটায় বেলাব উপজেলা নির্বাহী অফিসার কনের বাড়িত গিয়ে এ বাল্যবিবাহ বন্ধ করে দেয়। এসময় বাল্যবিবাহে সহায়তা করার দায়ে শাহজাহান মুন্সি নামে এক ভূয়া কাজীকে আটক করাসহ তার বালাম বই জব্দ করা হয়।
এরপর রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্য বিবাহে সহায়তা করার অপরাধে আটককৃত ভূয়া কাজীকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শামিমা শারমিন বলেন, সংবাদ পেয়ে উক্ত বাল্য বিবাহটি বন্ধ করাসহ আটককৃত ভূয়া কাজী বয়স্ক হওয়ায় এ শাস্তি প্রদান করা হয়। পরে আর কখনো বিবাহ কাজে অংশগ্রহন করবেনা এ মর্মে অঙ্গীকার নামা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।