দেশের উত্তর-দক্ষিণাঞ্চলের যাতায়াতের অন্যতম প্রধান মহাসড়কের মোড় দাশুড়িয়ায় তীব্র যানজটে দুর্ভোগ

ঢাকা, ২৯ সেপ্টেম্বর ২০১৭, (বিডি ক্রাইম নিউজ ২৪) : দেশের উত্তর-দক্ষিণাঞ্চলের যাতায়াতের অন্যতম প্রধান মহাসড়কের মোড় দাশুড়িয়ায় তীব্র যানজটের কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তীব্র যানজটের কারণে সোমবার থেকে বিভিন্ন সড়কপথের বেশ কিছু যানবাহন দাশুড়িয়া ট্রাফিক মোড়ের পরিবর্তে মুলাডুলি পতিরাজপুর-ঈশ্বরদী গ্রামীণ সড়ক হয়ে দক্ষিণাঞ্চলে চলাচল করছে। এতেও দুর্ভোগ কমেনি। পাবনার ঈশ্বরদীর মহাসড়কে অবস্থিত দাশুড়িয়া ট্রাফিক মোড় দিয়ে প্রতিদিন ঢাকা থেকে উত্তরাঞ্চলের পাবনা, দক্ষিণাঞ্চলের কুষ্টিয়া, যশোর, খুলনা, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, বরিশালসহ উত্তর-দক্ষিণাঞ্চলে যানবাহন যাতায়াত করে। দাশুড়িয়া ট্রাফিক মোড়টি উত্তর-দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান মহাসড়কের মোড়।

মহাসড়কে নাজুক অবস্থার কারণে গত চার দিনে আটটি যানবাহন মহাসড়কে উল্টে ও কাত হয়ে পড়ে যায়। কয়েক দিন ধরে যানজটের তীব্রতা বেড়েই চলেছে দাশুড়িয়া ট্রাফিক মোড়ে। বর্তমানে দাশুড়িয়া মোড় দিয়ে হেঁটে চলাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন তিন-চারটি করে গাড়ি উল্টে দুর্ঘটনার কবলে পড়ছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমউদ্দীন জানান, যানজট নিরসনের জন্য পাকশী হাইওয়ে পুলিশের পাশাপাশি ঈশ্বরদী থানার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *