দেবীদ্বারে সড়ক দুর্ঘটনার চার দিন পর শিশু ইয়াছিন সামী (৭) নিহত
কুমিল্লা (দেবীদ্বার) প্রতিনিধি, জি এম মাকছুদুর রহমান, ২৭ জুন, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪): দেবীদ্বার পৌর চাপানগর নিজস্ব বাড়ির পেছেনে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে গত ২২ ই জুন শুক্রবার সকাল দশ ঘটিকায় ক্রিকেট খেলা করছিল মো: ইয়াছিন (সামী) ক্রিকেট বল রাস্তা পেরিয়ে গেলে সামী বল আনাতে গেলে রাস্তা পারা পার সময় হঠাৎ মাক্রোবাসের চাপা পড়ে গুরুতর আহত হন পরে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা করার পর সামীরকে সুস্থ্য মনে হচ্ছিল বলে বাড়িতে নিয়ে আসা হয়।
কারন সামীর শরীরে গাড়ির চাপার কোন মারাক্ত রক্তাক্ত বা খত চিহ্ন দেখা যায়নি। হাসপাতাল থেকে বাড়িতে আনার প্রায় এক ঘন্টার পর সামির মুখ দিয়ে বমি বের হয়। পরে সাথে সাথে কুমিল্লা মেডিকেল সেন্টার ( টাওয়ার) হাসপাতেলে নিয়ে যাওয়া হয়, সেখানে ডাক্তারগন তার আশংকা জনক অবস্থা দেখে ঢাকা আগারগাঁও নিউরো সাইন্স হাপাতালে পাঠানো হয়, আই সি ইউতে রেখে তিন দিন ব্যাপি লাইফ সাপোর্ট করার পর কর্তব্যরত ডাক্তার শিশু ইয়াছিন (সামী) কে ২৬শে জুন মঙ্গলবার ১: ৩০ মিনিটে মৃত বলে ঘোষনা করেন।
নিহত শিশু ইয়াছিন সামী দেবীদ্বার পৌর চাপানগরের বাসিন্দা মৃত ডা: আইউব আহমেদের মেঝো ছেলে বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় ফারিয়ার সাধারন সম্পাদক ও দেবীদ্বার উপজেলা মডেল ফারিয়ার সভাপতি মো: মনিরুল ইসলাম (বাবু’র) দ্বিতীয় ছেলে। নিহত শিশুর আত্নার মাকফেরাত কামনা করে বুধবার সকাল ৮: ৩০ মিনিটে চাপানগর প্রথম জানাজা শেষে সকাল ৯ টায় দেবীদ্বর উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাযা করে নিজ গ্রাম দেবীদ্বার উপজেলার গোবীন্দপুরে ১০: ৩০ মিনিটে তৃতীয় জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
দ্বিতীয় জানাযায় উপস্থিত ছিলেন উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ভিপি কামাল উপজেলা যুবলীগের সভাপতি হাজি আবুল কাশেম (ওমানী), কুমিল্লা জেলার সমাজ সেবা অধিদপ্তর ( ডিডি) মো: কবির আহমেদ, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কাশেম, চেয়ারম্যান পৌর কাউন্সিলর হাছান আলী, মেম্বার ডাক্তার আলী নূর, মো: বশির ডাক্তার, মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, দেবীদ্বার আইন সহায়তা কেন্দ্রের সভাপতি মো: আবু কাউছার হায়দার, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনসহ এলাকার সর্বস্তরের লোকজন। দ্বিতীয় জানাযা নামাজ আদায় করেন সুজাত আলী সরকারী কলেজের পেশ ইমাম আল হাজ্ব মাওলানা ছিদ্দিকুর রহমান।পরে তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।