দুই দিনের ব্যবধানে চাউলের বাজারে বস্তা প্রতি ৩০০ টাকা বৃদ্ধি; নিত্যপণ্যের সঙ্কট; জনমনে আতঙ্ক
ঢাকা, নিজস্ব প্রতিবেদক, ১৮ মার্চ ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) ঃ করোনা ভাইরাসের আতঙ্কে বাজারে হঠাৎ করে নিত্য পণ্যের দাম আকাশচুম্বী হয়ে গেছে। নিত্য পণ্য যেন মানুষের জন্য সোনার হরিণ হয়ে পড়েছে। চাউল, ডাল, তৈল সহ বিভিন্ন নিত্য পণ্য মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে।
ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ৫০ কেজির চাউলের মিনিকেট সহ বিভিন্ন নামের চাউলের প্রতি বস্তা দুই দিন আগের দাম আর আজকের দামের মধ্যে প্রায় ৩০০ টাকার ব্যবধান দেখা দিয়েছে। মিরপুর চাউলের আরতে গিয়ে সরেজমিনে জানা যায় যে, মোকাম থেকে কোন চাউলের গাড়ি লোট করে ঢাকার পাইকারি বাজারে আসছেন না, যার ফলে এমন টি দেখা দিয়েছে বলে আড়ৎদাররা জানান।
সয়াবিন তৈলের কেজি ৯০ টাকা থেকে আজকের বাজারে ১০০ থেকে ১১৫ টাকায় বিক্রি হইতে দেখা গেছে। অনেক দোকান ঘুরে দেখা যায় যে, অনেক দোকানে কোন সয়াবিন তৈলই নাই। বাজারে ক্রেতাদের ভিড় দেখা গেছে, যার ফলে নিত্য পণ্যের এমন সঙ্কট দেখা দেয়। কল্যাণ পুর নতুন বাজারে আলু ও পেয়াজ যেন মুহূর্তের মধ্যেই বিক্রি হয়ে গেল।
ক্রেতারা বলছেন, কাল থেকে বাজারে কিছুই পাওয়া যাবে না তাই তারা এক মাসের বাজার করে রাখছেন। পরে যদি নিত্য পণ্য না পাওয়া যায় তাহলে পরিবার পরিজন নিয়ে বিপদে পড়তে হবে, আগে আগে কিছু খাদ্য সামগ্রী কিনে রাখতেছেন বলে জানান। এসবের জন্য করোনা ভাইরাসের আতঙ্ককেই কেউ কেউ দুষছেন।