চৌদ্দগ্রাম মাদক ও হত্যামামলায় পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১২ জুন, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ও হত্যা মামলায় পরোয়ানা ভুক্ত ৬ আসামীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা। গ্রেফতারকৃতরা হলো: হত্যামামলায় আলকরা ইউনিয়নের শিলরীর মৃত তাজু মিয়ার ছেলে মাহফুজুর রহমান খন্দকার, মাদক মামলায় বাতিসা ইউনিয়নের নানকরার আইয়ুব আলীর ছেলে খালেক বিন আইয়ুব প্রকাশ তামিম, শুভপুর ইউনিয়নের ফকিরহাটের মফিজুল ইসলামের ছেলে মামুন মিয়া, পৌর এলাকার নাটাপাড়ার আনা মিয়ার ছেলে মোঃ মোরশেদ, শুভপুর উত্তর পাড়ার শাহ আলমের ছেলে মোঃ সোহাগ ও একই গ্রামের মোঃ ইয়াছিনের ছেলে বাবুল মিয়া প্রকাশ সিএনজি বাবুল।
চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার উপ-পরিদর্শক সুজন কুমার চক্রবর্তী, আব্দুল কুদ্দুস, সহকারী উপ-পরিদর্শক মোঃ হারুন অর রশিদ ও মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের পৃথক টিম চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার বিভিন্নস্থানে মাদক ও হত্যা মামলার পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার করতে অভিযান চালায়। অভিযান কালে হত্যামামলায় পরোয়ানাভুক্ত মাহফুজুর রহমান খন্দকার, মাদক মামলায় পরোয়ানাভুক্ত খালেক বিন আইয়ুব প্রকাশ তামিম, মামুন মিয়া, মোঃ মোরশেদ, মোঃ সোহাগ ও বাবুল মিয়া প্রকাশ সিএনজি বাবুলকে গ্রেফতার করতে সক্ষম হয়। বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, ‘অপরাধীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার শেষে আদালতে সোপর্দ করা হয়েছে’।