চৌদ্দগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৮২ ব্যাচ এর ইফতার
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০৭ মার্চ, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম বৃহঃবার (৬ই মার্চ-২৫) সন্ধ্যা চৌদ্দগ্রাম বাজারের কাচ্ছি প্যালেসে চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি-১৯৮২ ব্যাচের উদ্যোগের এক ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন এসএসসি ৮২ ব্যাচের চৌদ্দগ্রাম উপজেলার সভাপতি ডাঃ আবদুল জলিল।
৮২ ব্যাচের যুগ্ম সম্পাদক সাংবাাদিক আবদুল মান্নান এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ৮২ ব্যাচের সাধারণ সম্পাদক মাহবুবুল হক, সহ-সভাপতি খোরশেদ আলম, সদস্য হাবিবুর রহমান (প্রবাসী), আবদুল হালিম নিজাম চৌধুরী, কাজল, সোহাগ, আবু তালেব, আবদুল মমিন পাটোয়ারী, সবুজ, আবদুল মমিন, মোঃ কবির, মুন্সী বাবুল, এনাম পাটোয়ারী, শাহ আলম মুহুরী প্রমুখ। আলোচনা শেষে ৮২ ব্যাচের যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত এবং যারা বেঁচে আছেন তাদের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।