চৌদ্দগ্রাম ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার-৭
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০৭ ফেব্রুয়ারী, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম গতকাল (০৫ ফেব্রুয়ারি) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ০৭ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হল, জিআর নং- ৫০৬/১৯ এর পরোয়ানা ভুক্ত আসামি তেলিগ্রামের সফিকুর রহমানের ছেলে অহিদুর রহমান জাফর, জিআর নং- ৩৮৬/১১ ও ৪১৯/১১ এর পরোয়ানা ভুক্ত আসামি পোটকরা গ্রামের আব্দুল খালেক মাস্টারের ছেলে পারভেজ আহাম্মদ।
জিআর নং-৩৮৬/১১ এর পরওয়ানা ভুক্ত আসামি পোটকরা গ্রামের আয়াত আলীর ছেলে রুবেল আহাম্মেদ, জিআর নং- ৩৮৬/১১ এর পরোয়ানা ভুক্ত আসামি পোটকরা গ্রামের আব্দুল বারেকের ছেলে মহিন উদ্দিন, জিআর নং- ১২৪/২০ এর পরোয়ানা ভুক্ত আসামি মেষতলী মধ্যপাড়া গ্রামের বাবুল মিয়া মজুমদারের ছেলে সোহাগ মিয়া ও অপু।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার এসআই আলমগীর হোসেন বলেন, আজ সকালে গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।