চৌদ্দগ্রামে সুবর্ণ জয়ন্তী মেলা অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ৩১ মার্চ, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : স্বল্পোন্নত দেশ হতে উন্নয়শীল দেশে উত্তরণ উপলক্ষে চৌদ্দগ্রামে দিনব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে উপজেলা চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা, কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসি আক্তার, স্বাস্থ্য কর্মকর্তা গোলাম কিবরিয়া টিপু, সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। মেলায় উপজেলার গুরুত্বপূর্ণ ২৬টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। কৃষি, প্রাণিসম্পদ খাতসহ বিভিন্ন খাতে দেশের বিশেষ অর্জনের কথা উল্লেখ করে বক্তারা ভূয়সি প্রশংসা করেন।
চৌদ্দগ্রামে স্বপ্নপূরণ ফাউন্ডেশনের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ৩১ মার্চ, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : চৌদ্দগ্রামে স্বপ্নপূরণ ফাউন্ডেশনের উদ্যোগে আসন্ন রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে ৬১ অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, চিনি, সেমাই সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ছিল।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন, ফাউন্ডেশনের পরিচালক ও ইভেন্ট সমন্বয়ক মনির হোসেন খোকন, মীম ট্রেডার্স এর সত্ত্বাধিকারী কাজী মোহন, ব্যবসায়ী মোশাররফ হোসেন, সাংবাদিক এমদাদ উল্যাহ্, মুহা. ফখরুদ্দীন ইমন, হোসাইন মামুন, ডা. ইউসুফ হোসাইন সুমন, মডেল কলেজের শিক্ষক বেলাল হোসাইন শাকিল, স্বেচ্ছাসেবী কাজী মোহন, মোহাম্মদ হোসেন নয়ন, ফাউন্ডেশনের সদস্য জসিম উদ্দীন হাসান, মুহা. সারওয়ার প্রমুখ।
এরপর অসহায় ও দিনমজুরদের বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়। উল্লেখ্য, স্বপ্নপূরণ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করে যাচ্ছে। বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী ও দেশে থাকা দরদী ব্যক্তিদের দেয়া অনুদান সঠিকভাবে অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিচ্ছে ফাউন্ডেশনের সদস্যরা।