চৌদ্দগ্রামে বিশ্বএইডস দিবস-২০১৯ইং উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মো. আব্দুল মান্নান, ০১ ডিসেম্বর, ২০১৯ (বিডি ক্রাইম নিউজ ২৪) : “এইডস নির্মূলে প্রয়োজন; জনগনের অংশগ্রহণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত রবিবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ ভবনে বিশ্ব এইডস দিবস-২০১৯ উপলক্ষ্যে এক বর্নাঢ্য র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ.বি.এম.এ বাহার।
এতে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলার স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোঃ হাসিবুর রহমান। চৌদ্দগ্রাম উপজেলা স্যানেটারী ইনেসপেক্টর হাবিবুর রহমান এর সঞ্চালনায় উক্ত সভা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গোলাম কিবরিয়া টিপু।
চৌদ্দগ্রাম এইচ জে সরকারী মডেল হাইস্কুলে সহকারী প্রধান শিক্ষক রূপম সেন গুপ্ত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আজিজুর রহমান সিদ্দিকী, ডাঃ কাজী আবদুল মমিন, ডাঃ মেছবাহ উদ্দিন, ডাঃ জাহানারা সুলতানা মজুমদার, ডাঃ আবদুল লতিফ, সিনিয়র নার্স হাসিনা বেগম, ডেন্টিষ্ট আবদুর রাজ্জাক প্রমুখ। আলোচনা সভার পূর্বে একটি র্যালী চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন।