চৌদ্দগ্রামে প্রধানমন্ত্রী ১০টি বিশেষ উদ্ভোধনী উদ্যোগে বিষয়ক কর্মশালা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০১ জুন, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : প্রধানমন্ত্রী ১০টি বিশেষ উদ্ভাধনী উদ্যোগে বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা দিনব্যাপী কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন এর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক কারিরুল ইসলাম খান।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গর্ভনেস ইনোভেশন ইউনিটের সহযোগীতায় কর্মশালায় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভূূঁইয়া হাসান, ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, রাশেদা আখতার ও কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশাররেফ হোসেন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাসির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠান উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, প্রাণী সম্পাদ কর্মকর্তা ডাঃ ফেরদৌসী বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জোবায়ের হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবু তৈয়ব হোসেন, ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদার, নাইমুর রহমান মাসুম, একে খোকন, মাহফুজ আলম, আবু তাহের, মোঃ মোস্তফা, সাংবাদিক আবদুল জলিল রিপন ও আবুল বাশার রানা প্রমুখ।
মুক্তিযোদ্ধা, প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যাংক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার ৫০ জন এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।