চৌদ্দগ্রামে নতুন করে আরও ২০ নারী-পুরুষ করোনায় আক্রান্ত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান, ১৬ জুলাই, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে নতুন করে আরও ২০ নারী-পুরুষের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট পজেটিভ ৪৪৩ জন। এরমধ্যে হোম কোয়ারেন্টিনে থেকে সুস্থ্য হয়েছে ২১৫ জন। মৃত্যু হয়েছে ৭ জনের। বৃহস্পতিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ হাবিবুর রহমান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, করোনায় নতুন শনাক্তরা হলেন- গোমারবাড়ির সালাহ উদ্দিন, জামে মসজিদ সড়কের শরীফুল ইসলাম, চাপাচৌ গ্রামের সাজ্জাদ, উপজেলা প্রাণি সম্পদ অফিসের মোঃ মোস্তফা, চৌদ্দগ্রাম এলাকা লেখা মেহেদী হাসান, ট্রেনিং সেন্টারস্থ হাউজ বিল্ডিং সড়কের উম্মে রেজওয়ানা, দক্ষিণ ফালগুনকরার সুকুনার, রামরায়গ্রামের আবদুল গফুর খন্দকার, মোখলেছুর রহমান, চান্দিশকরার সোহাগ, হিংগুলার আবদুর রউপ, লক্ষীপুরের এরশাদ উল্লাহ, ফেলনার আবদুল মন্নান, বসন্তপুরের মাওলানা নুরুল ইসলাম, শুভপুরের সৈয়দ আহাম্মদ, নানকরার আরিফুর রহমান টিপু, আমানগন্ডার সুফিয়া বেগম, সাদিয়া, নারানকরার রকিবুল ইসলাম ও নোয়াপুরের মোঃ শাহআলম।