চৌদ্দগ্রামে দেড় শতাধিক ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মন্নান, ২৫ অক্টোবর, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের মলিয়ারা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দেড় শতাধিক ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ ও গুণীজনদের সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ মোঃ কাউছার হামিদ।
বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক মেম্বার হাজী আফজলের রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক মাস্টার শফিকুর রহমান, ইউনিভার্সাল ট্রেড সেন্টারের স্বত্বাধিকারী ও লিড গ্রুপের চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম সোহেল, বিশিষ্ট রাজনীতিবিদ এম এ আবদুল মমিন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ হোসেন, পেয়ার আহমেদ বিডিআর ও কবির আহমেদ ভুঁইয়া।
ফিউচার চাইল্ড কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক লক্ষণ কুমার দাসের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই রেজাউল করিম, ডাঃ মোস্তাফিজুর রহমান সাদেক, মলিয়ারা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোসলেহ উদ্দিন সাগর, সাধারন সম্পাদক মোঃ মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ কাজী আলম, পরিচালনা পরিষদের সদস্য খোরশেদ আলম, জসিম উদ্দিন, মোঃ ইয়াছিন, মোঃ বেলাল হোসেন, দুলাল চন্দ্র দাস, সংগঠনের সদস্য নয়ন, আবির, রাসেল, বেলাল, শরীফ, ইউনুস, রাকিব, নুরুল আমিন, আজিজ, রাসেল ভূঁইয়া, শুভ, রাজিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।