কুমিল্লা মুরাদনগরে ১১টিতে স্বতন্ত্র ও ১০টিতে নৌকার প্রার্থী বিজয়ী
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০১ ফেব্রুয়ারি, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার মুরাদনগর উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১টিতেই নৌকা প্রতীকের ক্ষমতাসীন আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের ভরাডুবি হয়েছে। ২১টি ইউনিয়নের ফলাফলে ১০ টিতে আওয়ামীলীগ, ১১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। বিজয়ী ১১জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ১০জনই আওয়ামী লীগ বিদ্রোহী ও একজন বিএনপি সমর্থিত রয়েছে। ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে একটানা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
রাত সাড়ে ১০টায় উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তন থেকে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আহমদ সিকদার। বিজয়ী চেয়াারম্যান প্রার্থীরা হলেন- ১নং শ্রীকাইল ইউনিয়নে নৌকা প্রতীকের আওয়ামীলীগ প্রার্থী ইকবাল বাহার। ২নং আকুবপুর ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শিমুল বিল্লাল (আনারস)। ৩নং আন্দিকুট ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন (আনারস)। ৪নং পূর্বধইর পূর্ব ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী শুকলাল দেবনাথ।
৫নং পূর্বধইর পশ্চিম ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী রহিম পারভেজ। ৬নং বাঙ্গরা পূর্ব ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শেখ জাকির হোসেন (ঘোড়া)। ৭নং বাঙ্গরা পশ্চিম ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বাহার খান (আনারস)। ৮নং চাপিতলা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আবু মুছা আল-কবির। ৯নং কামাল্লা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল বাসার। ১০নং যাত্রাপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল কামাল আজাদ। ১১নং রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া খোকন (ঘোড়া)।
১২নং রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ইকবাল সরকার। ১৪নং নবীপুর পূর্ব ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী কাজী আবুল খায়ের (টেলিফোন)। ১৫নং নবীপুর পশ্চিম ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রাথী জাকির হোসেন। ১৬নং ধামঘর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুল কাদির । ১৭নং জাহাপুর ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সওকত আহমেদ (টেলিফোন)। ১৮নং ছালিয়াকান্দি ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আবু মুসা সরকার (আনারস)। ১৯নং দারোরা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী কামাল উদ্দিন খন্দকার।
২০নং পাহাড়পুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আবদুস ছামাদ মাঝি। ২১নং বাবুটিপাড়া ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আরমান মিয়া (ঘোড়া)। ২২নং টনকি ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী তৈয়বুর রহমান তুহিন (ঘোড়া)। মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ সাংবাদিকদের বলেন, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের সঠিক দিক নির্দেশনায় পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নিরপেক্ষ ভোট গ্রহণ সম্পন্ন করেছি।
মুরাদনগরে কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটারদের শতস্ফূর্ত উপস্থিতিতে ভোট গ্রহণ সম্পন্ন করাটাই আমাদের সফলতা। কে জয়ী হলো বা কে পরাজিত হলো সেটা দেখার বিষয় নয়। প্রসঙ্গত, মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের মধ্যে এতে ২১টি ইউপিতে চেয়ারম্যান পদে ১৫৭ জন, ৬২টি সংরক্ষিত নারী সদস্য পদে ২১৫ জন এবং ১৮৭টি সাধারণ সদস্য পদে ৭৯৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়াও দুইজন সাধারণ সদস্য ও একজন সংরক্ষিত নারী সদস্য বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। উল্লেখ্য, মৌজা সংক্রান্ত জটিলতায় মুরাদনগর সদর ইউপি নির্বাচন বন্ধ রয়েছে।