কালকিনিতে ঔষধ বিক্রয় প্রতিনিধিদের আলোচনা সভা অনুষ্ঠিত
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি, রকিবুজ্জামান, ১১ জুন, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : “অধিকার আদায়ে-আমরা সবাই একসাথে” এই শ্লোগানকে সামনে রেখে ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের সংগঠন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া)’র কালকিনি উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে ফারিয়ার কালকিনি উপজেলা অফিস কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফারিয়া’র সভাপতি শফিক রহমান। কালকিনি উপজেলা ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) ও কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ফারিয়া’র সাধারন সম্পাদক শফিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা শাখা ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদ হাওলাদার সহ ফারিয়া’র স্থানীয় নেতৃবৃন্দ। সভার সার্বিক পরিচালনা করেন কালকিনি উপজেলা শাখা ফারিয়া’র সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম।
এসময় শ্রম আইনের বিভিন্ন অধিকারের কথা তুলে ধরে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ফারিয়া’র সভাপতি শফিক রহমান। তিনি সকল কোম্পানির প্রতিনিধিদের একসাথে থেকে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে কাজ করার আহবান জানান।