চৌদ্দগ্রাম উপজেলা প্রসাশনের উদ্দ্যাগে মহান স্বাধীনতা দিবস পালিত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২৬ মার্চ, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : চৌদ্দগ্রামে শনিবার (২৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রসাশনের উদ্দ্যাগে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপত্বি করেন উপজেলার নির্বাহি অফিসার তানভীর হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলার চেয়ারম্যান আব্দুস সোবাহান ভূইয়া হাসান, বিশেষ অতিথি ছিলেন, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মির হোসেন মীরু, উপজেলা ভাইস চেয়ারম্যান এ.বি.এম.এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক আহম্মেদ মিয়াজী।

উপজেলা সমাজ সেবা অফিসার নাসির উদ্দিনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছায় সেবক লীগের উপদেষ্টা আবু তাহের চৌধুরী, শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহাজালাল মজুমদার, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম, বীর মুক্তিযোদ্ধা প্রমোধ রঞ্জন চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মুমিনুর রহমান ফটিক, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক এম.এস.সি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসি আক্তার প্রমুখ।

আলোচনা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরন করেন ও চৌদ্দগ্রাম উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের মাঝে ১০০ টাকার প্রাইজ ব্রন্ড বিতরন করেন। এরপূর্বে প্রত্যুষে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করেন। সূর্যদয়ের সাথে সাথে উপজেলা চত্বরের অবিস্থীত জাতির পিতা শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পন ও জাতীয় পতাকা উত্তোলন করেন।

চৌদ্দগ্রাম সরকারী এইচ জে সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ পুলিশ, আনসার বিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেম স্কাউটস, রোভার স্কাউট, গার্লস গাইড এবং শিশু কিশোর সংগঠন এর অংশগ্রহনের সমাবেশ, কুচকাওয়াজ এবং ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান আবদুস ছোবহান ভূঁঞা হাসান, উপজেলা নিবার্হী অফিসার তানভীর হোসেন, থানা অফিসার ইনচার্জ শুভচাকমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *