কবিরহাট পৌরসভায় ও এম এস কার্যক্রমের উদ্ধোধন
নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ০১ সেপ্টেম্বর, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালীর কবিরহাট পৌরসভায় ১ সেপ্টেম্বর সকাল ৯টায় ও এম এস কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ছালেহ উদ্দিন, কবিরহাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, পৌর সচিব (ভারপ্রাপ্ত) এমাম হোসেন আজিম, পৌর সভার প্যানেল মেয়র মোহন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ আজাদুর রহমান।
উপজেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তর এর উদ্দ্যেগে পৌরসভা এলাকায় ০৩ জন ডিলার যথাক্রমে হাফেজ আবুল বাসার, বঙ্গ সাহাবুদ্দিন, মি. ওসমান গনী এর মাধ্যমে ৬টি কেন্দ্রে ও এম এস কার্যক্রম চালু করা হয়েছে। এই কার্যক্রমে ৩০ টাকা করে জন প্রতি ০৫ কেজি করে চাল দেওয়া হয়। পরে পৌর সভা ও উপজেলার প্রত্যেক ও এম এস ডিলারদের কার্যক্রমের কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা সুলতানা।