রাষ্ট্রপতি পদকে ভূষিত শৈলকুপার মেধাবী শিক্ষার্থী আঁখি

ঝিনাইদহ প্রতিনিধি, মোঃ জাহিদুর রহমান তারিক, ০৫ ফেব্রুয়ারি, ২০১৮ (বিডি ক্রাইম  নিউজ ২৪): সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ৪র্থ সমাবর্তনে রাষ্ট্রপতি স্বর্ণপদকে ভূষিত হয়েছেন মেধাবী শৈলকুপার ফারহানা ইয়াসমিন আঁখি। সে ঝিনাইদহের শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক মরহুম মনোয়ার হোসেন ও গৃহিনী নাজমা আক্তারের এক মাত্র কন্যা।

কৃতি এ মুখ ফারহানা ইয়াসমিন আঁখি ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য বিভাগের ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষের (সম্মান) ও ২০১০-২০১১ শিক্ষাবর্ষের ( স্নাতোকোত্তর) বিভাগের ছাত্রী ছিল। সে ব্যবসায় প্রশাসন (২০০৯) অনুষদে প্রথম হয়। তার হাতে রাষ্ট্রপতি স্বর্ণপদক তুলে দেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

পড়াশোনার পাশাপাশি আঁখি’র জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিসেবেও পরিচিতি রয়েছে। শিশু শিল্পী হিসাবেও সে বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় পুরুস্কার প্রাপ্ত ও সংগঠক হিসাবেও ফারহানা ইয়াসমিন আঁখি পরিচিত।

ফারহানা ইয়াসমিন আঁখি ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ রুহুল আমিনের স্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *