শ্রীপুরে দুর্গাপূজায় মারামারি : আহত ৩

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, মোঃ ইসমাইল খন্দকার, ১১ অক্টোবর, ২০১৯ (বিডি ক্রাইম নিউজ ২৪) : গাজীপুরের শ্রীপুর পৌর মন্দিরের দুই পক্ষের মারামারিতে তিনজন আহত হয়েছেন। তারা হলেন সুমন বর্মন (৪০), রতন চৌহান (৫০) ও ভাস্কর পাল শুভ (২৫)। ডাকবাংলো পুকুরে প্রতিমা বিসর্জনের সময় মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নারায়ণ চন্দ্রের ছেলে সুজন, সজীব, স্বপন চন্দ্রের ছেলে পলাশ, শিমুল এবং মাধব সূত্রধর, বলাই সূত্রধর ও রুহুল আমীনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এতে বলা হয়, অভিযুক্তরা প্রতিমা বিসর্জনের সময় পটকা ফাটিয়ে বিঘ্ন সৃষ্টি করেন। বাধা দিলে পূজা উদযাপন কমিটির সদস্যদের ওপর হামলা করা হয়।

পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বণিক জানান, মাস খানেক আগে সকলের উপস্থিতিতে কমিটি গঠন হয়। হরি নারায়ণ চৌহান সভাপতি নির্বাচিত হলে অভিযুক্তরা বিরোধিতা শুরু করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুর রহমান জানান, সুমনের ডান চোখের নিচে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) আক্তার হোসেন জানান, বিশ্বজিৎ বণিকের লিখিত অভিযোগটি তদন্তাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *