মাদারীপুর সেনাবাহিনীর মেজর পরিচয় ভূয়া র‌্যাব কর্মকর্তা কারসহ আটক

মাদারীপুর জেলা প্রতিনিধি, আরিফুর রহমান, ২৭ জানুয়ারি, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে অদ্য ২৬ জানুয়ারি ২০২০ইং তারিখ রাত আনুমানিক ১১টার সময় মাদারীপুর জেলার রাজৈর থানাধীন টেকেরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর মেজর পরিচয় দানকারী ভূয়া র‌্যাব কর্মকর্তা মোঃ রকিবুজ্জামান(৩২), কে গ্রেফতার করেন। তাহার পিতার নাম মোঃ মালেকুজ্জামান, মাদারীপুর জেলার চরঠেঙ্গামারা গ্রাম কালকিনি থানায় রকিবুজ্জামান এরবাড়ি ।

এসময় গ্রেফতারকৃত আসামী সেনাবাহিনীর মেজর পরিচয় দানকারী ভূয়া র‌্যাব কর্মকর্তার নিকট হতে প্রতারণার কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেট কার গাড়ী (যাহাতে র‌্যাবের মনোগ্রাম সম্বলিত), ০৩ সেট সেনাবাহিনীর কম্ব্যাট ইউনিফর্ম, সেনাবাহিনীর বিভিন্ন প্রকার সরঞ্জামাদী, কুরিয়ার সার্ভিসে মেজর রকিবুজ্জামান নামে পাঠানো একটি পার্সেল, ০১টি মোবাইল ফোন ও ০২টি সীমকার্ড উদ্ধার করেন।

ঘটনার বিবরণে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ রকিবুজ্জামান(৩২) বিভিন্ন সময় নিজেকে সেনাবাহিনীর মেজর এবং বর্তমান র‌্যাব কর্মকর্তার পরিচয় দিয়ে এলাকার সাধারণ জনগণ ও আইন শৃঙ্খলা বাহিনীর লোকদেরকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে প্রতারনামূলক কার্যক্রম চালিয়ে আসছিল। এছাড়াও এলাকার সাধারণ জনগণের নিকট বিভিন্ন সময় নিজেকে সেনাবাহিনীর মেজর এবং বর্তমান র‌্যাব কর্মকর্তার পরিচয় দিয়ে তাদের জটিল সমস্যা সমাধানে প্রলোভন দেখিয়ে প্রতারনামূলক ভাবে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা যায়।

এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায় যে, এলাকার অনেক লোকজনই দীর্ঘদিন যাবৎ তাকে র‌্যাব-৮ এ কর্মরত অফিসার বলে জানতো। এভাবে সে এলাকার সাধারণ মানুষ এমনকি পুলিশ প্রশাসনের সাথেও প্রতারনার আশ্রয় নিতো। উক্ত ভূয়া সেনাবাহিনীর মেজর এবং ভূয়া র‌্যাব কর্মকর্তার প্রতারণার হাত থেকে পরিত্রান পাওয়ার জন্য এলাকার সাধারণ জনগণ র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পে এসে একটি অভিযোগ দায়ের করেন।

সে প্রেক্ষিতে র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে মাদারীপুর জেলার রাজৈর থানাধীন টেকেরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর মেজর পরিচয় দানকারী ভূয়া র‌্যাব কর্মকর্তা মোঃ রকিবুজ্জামান(৩২)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে এবং গ্রেফতারকৃতর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *