মাদকের বিষয়ে বগুড়া পুলিশ সুপার কঠোর : আব্দুল জলিল

বগুড়া প্রতিনিধি, এম নজরুল ইসলাম, ১০ জুন ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : মাদক ব্যবসায়ী বা ছিনতাইকারী, এরা যেই হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মাদকের বিষয়ে বগুড়া জেলা পুলিশ সুপার মো. আলী আশরাফ ভুঞা বিপিএম কঠোর থেকে আরও কঠোর। বগুড়ার মাটি থেকে মাদকের নাম নিশ্চিন্ন করা হবে। মাদক যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অভিযান চলছে। প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল জলিল পিপিএম।

রবিবার বগুড়ার নন্দীগ্রাম থানা চত্বরে মাদকের ভয়াবহতা রোধকল্পে কমিউনিটি পুলিশিং এর ভূমিকা শীর্ষক আলোচনা সভায় মাদকের বিরুদ্ধে শ্লোগান দেন জেলা পুলিশের এই কর্মকর্তা। কমিউনিটি পুলিশিং আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি। স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন।

থানার পুলিশ পরিদর্শক (ওসি) নাসির উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসালাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসালাম, সহ সভাপতি রফিকুল ইসালাম পিংকু, সাধারন সম্পাদক আনিছুর রহমান, প্রমূখ। সঞ্চালনা করেন থানার এসআই ইনামুল কবির।

এছাড়াও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৗস লিপি, আওয়ামীলীগ নেতা অধ্যাপক আহছানুল হক, পৌরসভার প্যানেল মেয়র আনিছুর রহমান, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক বকুল হোসেন, সিনিয়র সাংবাদিক আব্দুল বারীক, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, ৫টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্য বৃন্দসহ সাংবাদিক, রাজনৈতিক, কমিউনিটি পুলিশিং এর সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও ব্যবসায়ী মহলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *