এবার যানজট নিরসনে রাস্তায় ঝিনাইদহের পৌর মেয়র সাইদুল করিম মিন্টু!

ঝিনাইদহ  প্রতিনিধি, মোঃ জাহিদুর রহমান তারিক, ১০ জুন ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : যানজট নিরসনে রাস্তায় নেমেছিলেন ঝিনাইদহ পৌর সভার মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু। রোববার দুপুরে উতপ্ত রোদে শহরের পোষ্ট অফিস মোড়ে নিজে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহরে ব্যস্ততম জায়গা শহরের পায়রা চত্বর ও পোষ্ট অফিস মোড়ে যানজট লেগেই থাকে। যা নিরসনে হিমশিম খায় ট্রাফিক পুলিশ। দাপ্তরিক কাজ শেষে পৌর মেয়র শহরের মধ্যে গিয়ে মানুষের এই দুর্ভোগের চিত্র দেখে নিজেই নেমে পড়েন রাস্তায়।

রিক্সা, ভ্যান চালক, অটোরিক্সা চালকদের যানজট এড়াতে সাবধানে চলাচল করার পরামর্শ দেন তিনি। এছাড়াও পোষ্ট অফিস মোড় থেকে সুইট সুপারের সামনে দিয়ে যান চলাচল করতে বলেন তিনি। এতে কিছুটা সময়ের জন্য হলেও স্বস্তি পান শহরবাসি।

যানজটের এই নাকাল থেকে রক্ষা পাওয়ার জন্য পৌর মেয়র শহরের পোষ্ট অফিসের সামনে বেষ্টনি দিয়েছেন। এতে ঈদের যানজট থেকে অনেকটা রক্ষা পাবে শহরবাসী। খোদ পৌর মেয়রের এই ট্রাফিক পুলিশের ভূমিকা দেখে হতবাক শহরবাসী পাশাপাশি তাকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *