ভোলায় সোয়া ৫ কিলোমিটার বিদ্যুৎ লাইন সংযোগ, বিদ্যুৎ সংযোগ পেয়েছে ২১৫ পরিবার

ভোলা, ২৭ নভেম্বর, ২০১৭ (বিডি ক্রাইম নিউজ ২৪) : জেলার বোরহানউদ্দিন উপজেলায় রোববার রাতে ২১৫টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। রাতে দেউলা-শিবপুর, কাচিয়া ও বাথান বাড়ি এলাকার গ্রাহকদের মাঝে বিদ্যুতায়নের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল। নতুন এ সোয়া ৫ কিলোমিটার বিদ্যুৎ লাইন সংযোগে ব্যয় হয়েছে ৫৫ লাখ টাকা। দেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে এমপি মুকুল বলেন, গ্রামে বিদ্যুতের আলো পৌঁছে দিতে শেখ হাসিনার সরকার ব্যাপক কাজ করে যাচ্ছে। প্রত্যন্ত এলাকার অবহেলিত জনপদ আজ বিদ্যুতের আলোয় আলোকিত। ফলে গ্রাম ও শহরের পার্থক্য কমে আসছে। মানুষের জীবন মান বৃদ্ধি পাচ্ছে নতুন নতুন এলাকা বিদ্যুতায়নের ফলে। আগামী বছরের মধ্যে পুরো জেলায় শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করা হবে বলেও এমপি জানান। বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আব্দুল বাসেদ, দেউলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর আলম, বড় মানিকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন, কুতবা ইউপির সাবেক চেয়ারম্যান হেলালউদ্দিন ভুইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *