বেদখল হওয়া সম্পত্তি উদ্ধারে নামবে জেলা পরিষদ

চট্টগ্রাম, ০১ অক্টোবর, ২০১৭, (বিডি ক্রাইম নিউজ ২৪) : সক্ষমতা বাড়াতে শিগগিরই অবৈধ দখলদার উচ্ছেদের মাধ্যমে সম্পত্তি উদ্ধারের তাগিদ দিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদের মাসিক সভায় তিনি এ তাগিদ দেন।

জেলা পরিষদ মিলনায়তনে সভাপতির বক্তব্যে আবদুস সালাম আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০৪১ বাস্তবায়নের জন্য জেলা পরিষদের সকল সদস্যকে একযোগে কাজ করতে হবে। জেলা পরিষদের সক্ষমতা বাড়ানোর জন্য অবৈধ দখলদার উচ্ছেদের মাধ্যমে জেলা পরিষদের ভূ-সম্পত্তি উদ্ধার নামতে হবে। এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় জেলা পরিষদের জায়গায় মার্কেট নির্মাণসহ আয়-বর্ধক প্রকল্প গ্রহণের ওপর জোর দিতে হবে। পাশাপাশি বৃহৎ প্রকল্পের মাধ্যমে এলাকাভিত্তিক জনগোষ্ঠীর দীর্ঘমেয়াদী ও কার্যকরী প্রকল্প গ্রহণেরও তাগিদ দেন তিনি।

সভায় জেলা পরিষদের সার্বিক প্রতিবেদন উপস্থাপন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা দীপক রঞ্জন অধিকারী।

জেলা পরিষদের সচিব শাব্বির ইকবালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য কাজী আবদুল ওহাব, শেখ মোহাম্মদ আতাউর রহমান, দেবব্রত দাশ, জাফর আহমেদ, শওকত আলম শওকত, আ ম ম দিলসাদ, এস এম আলমগীর চৌধুরী, কামরুল ইসলাম চৌধুরী, আফতাব খান, আবু আহমেদ চৌধুরী, আনোয়ার কামাল চৌধুরী, মোহাম্মদ জসীম উদ্দীন, মোহাম্মদ ইউনুছ, আকতার উদ্দিন মাহমুদ পারভেজ, মহিলা সদস্য দিলোয়ারা ইউসুফ, রেহানা আকতার, রেহেনা বেগম ফেরদৌস চৌধুরী, অ্যাডভোকেট উম্মে হাবিবা, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আনিসুর রহমান, প্রকৌশলী রথীন্দ্রনাথ সেনসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *