নোয়াখালীতে করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত-১০১

নোয়াখালী প্রতিনিধি, লূংফুল হায়দার চৌধুরী, ৩১ মে, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালীতে ঈদুল ফিতর পরবর্তী করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০১ জন করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের হার ৯ দশমিক ৭১ শতাংশ।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২জনের। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২১ জন। সোমবার (৩১ মে) সকালে এই তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় নোয়াখালীতে নতুন করে ১০১ জন করোনার রোগী শনাক্ত হয়েছে। অন্যদিকে সদর ও বেগমগঞ্জ উপজেলায় দুই জনের মৃত্যু হয়েছে।

ডা. মাসুম বলেন, নতুন আক্রান্তদের মধ্যে নোয়াখালী সদরে ৬১জন, সুবর্ণচরে একজন, বেগমগঞ্জে ১২ জন, সোনাইমুড়ীতে চারজন, চাটখিলে সাতজন, সেনবাগে ছয়জন, কোম্পানীগঞ্জে নয়জন ও কবিরহাটে একজন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন আট হাজার ৫৩৬ জন।

তিনি আরও জানান, মোট আক্রান্তের হার ৯ দশমিক ৭১ শতাংশ। বর্তমানে কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ৩১জন ও আইসোলেশনে আছেন ১২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *